দক্ষিণ সুরমা থেকে হত্যা মামলার আসামী জুবেল গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

দক্ষিণ সুরমা থেকে হত্যা মামলার আসামী জুবেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: দক্ষিণ সুরমার কাশবন এলাকা থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী মো. জুবেল আহমেদ অভি (২৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গতকাল শুক্রবার (২৬ জুন) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুবেল মোগলাবাজার থানার সিলাম মাঝপাড় গ্রামের মৃত হোসেন আলীর পুত্র।

তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা (যার মামলা নং- ৩৭ তারিখ ২৬/০৫/২০২০, ধারাঃ- ৩০২/৩৪ পেনাল কোড- ১৮৬০) রুজু হওয়ার পর থেকেই আসামি পলাতক ছিল। মামলটি এসএমপির কোতয়ালী থানায় তদন্তাধীন থাকায় গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।