সিলেট ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১
স্পোর্টস ডেস্ক
মাত্র দেড় দিনেই ভারত-ইংল্যান্ডের আহমেদাবাদ দিবারাত্রির টেস্ট শেষ হয়ে যাওয়ায় সমালোচনা যেন পিছু ছাড়ছে না ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)।
ভারতীয় স্পিনারদের জন্য এমন পিচ বানিয়ে ইংলিশ ব্যাটসম্যানদের ধরাশায়ী করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সেই অভিযোগের পাল্লা ভারী করেছেন খোদ ভারতের ২০১১ সালের বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ সিং।
এক টুইটে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে এ জয়ে উইকেটের বড় ভূমিকা ছিল বলে টিপ্পনি কাটেন যুবরাজ। তার মতে, এ রকম পিচে নিয়মিত বোলিং করলে ভারতের দুই লিজেন্ড স্পিনার অনিল কুম্বলে ও হরভজন হাজার উইকেট জমা করতে পারতেন তাদের ক্যারিয়ারে।
আর যুবরাজের এমন টুইটে মোটেই খুশি হননি আহমেদাবাদ টেস্টে ৭ উইকেট শিকার করা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
যুবরাজের বক্তব্য সম্পর্কে নিজের প্রতিক্রিয়ায় অশ্বিন বলেন, যুবরাজের টুইটটি পড়ে আমি মোটেই খুশি হইনি। কারণ তিনি আমাদের প্রশংসা করার বদলে অন্য কিছু বলতে চাইছিলেন। হ্যাঁ, মাঝেমধ্যে দক্ষতার পরিবর্তে পিচকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু এ মুহূর্তে একটি নির্দিষ্ট ধারণাকে প্রচার করে সমস্যা তৈরি করা হচ্ছে এখানে।
শনিবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এসব কথা বলেন ভারত দলের এ অফস্পিনার।
তবে কি মোতেরার স্পিনবান্ধব পিচকে ভালো বলছেন অশ্বিন? এক ব্রিটিশ সাংবাদিকের এমন প্রশ্নে অশ্বিন পাল্টা প্রশ্ন করেন– ভালো পিচ বলতে কী বোঝায়? কে এটির সংজ্ঞা দেয়? আমাদের এই বিতর্কটি শেষ করা উচিত। আহমেদাবাদের উইকেট নিয়ে যে প্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে, সে সম্পর্কে আর কথা বাড়ানো উচিত নয়। এ পিচ নিয়ে এখনও পর্যন্ত ইংল্যান্ডের কোনো খেলোয়াড়ের সমস্যা হয়েছে বলে শুনিনি। তারা তাদের খেলাকে উন্নত করতে চায়। তারা একে প্রতিযোগিতামূলক ক্রিকেটের মতো দেখতে চায়। আমি প্রশ্ন রাখছি– যেখানে খেলোয়াড়রাই অভিযোগ জানায়নি সেখানে রিপোর্টাররা এই অভিযোগ আনছেন কেন? তারা কি চায়? আমরা কি এমন কিছু করেছি আমাদের কোনো সফরে?
তথ্যসূত্র: স্পোটর্স উইকি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি