অনুশীলনে ফিরলেন নেইমার

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১

অনুশীলনে ফিরলেন নেইমার

ক্রীড়া ডেস্ক

চোট কাটিয়ে দলে ফেরার পথে এক ধাপ এগিয়ে গেলেন নেইমার। পুরোপুরি সেরে ওঠার অংশ হিসাবে ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন পিএসজি ফরোয়ার্ড।

প্রত্যাশার চেয়েও তিনি দ্রুত সেরে উঠছেন বলে জানান দলটির কোচ মরিসিও পচেত্তিনো। গত ১০ ফেব্রুয়ারি ফরাসি কাপে বাঁ-পায়ের মাংসপেশিতে চোট পান নেইমার।

ক্লাবের পক্ষ থেকে তখন জানানো হয়, ব্রাজিলীয় তারকার সেরে উঠতে চার সপ্তাহের মতো লাগতে পারে। তাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারায় পিএসজি।