জাফলং থেকে মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১

জাফলং থেকে মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক :: গোয়াইনঘাটের জাফলং থেকে ২০ বোতল ভারতীয় মদসহ আটক এক মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে।

তার নাম বাবুল (২৪)। সে গোয়াইনঘাটের আসামপাড়া গ্রামের মৃত সামছুল হকের ছেলে।

আজ রোববার দুপুরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর ও গণমাধ্যম) লুৎফর রহমান।

এর আগে শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গোয়েন্দা পুলিশের একটা দল জাফলং পিকনিক সেন্টার থেকে আটক করে।

বাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।