কোম্পানীগঞ্জের ইন্তাজ আলীর দাফন সম্পন্ন

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১

কোম্পানীগঞ্জের ইন্তাজ আলীর দাফন সম্পন্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের নিহত ব্যবসায়ী ইন্তাজ আলীর নামাজে জানাজা রোববার (২৮ ফেব্রুয়ারী) বাদ জোহর ভোলাগঞ্জ উদয়ন সংঘের মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার সর্বস্তরের জনসাধারণ।

ইমামতি করেন মরহুমের বড় ছেলে হাফেজ শহিদ আহমেদ।

নামাজে জানাজা শেষে তাকে ভোলাগঞ্জ গ্রামের কবরস্তানে দাফন করা হয়েছে।

এর আগে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, ভোলাগঞ্জ মাদ্রাসার মুহতামিমসহ নেতৃস্থানীয় ব্যক্তিরা।

উল্লেখ্য, শনিবার ভোলাগঞ্জ গুচ্ছগ্রামে স্বামী-স্ত্রীর সালিশ বিচার শেষে ফেরার পথে সকাল ১১টার দিকে একই গ্রামের কেরামত আলীর ছেলে আরজ আলী নামক এক যুবক ইন্তাজ আলীকে উপুর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার কয়েক ঘন্টার মধ্যে হত্যাকারী আরজ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় কোম্পানীগঞ্জ থানা পুলিশ।