বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনামুক্ত

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনামুক্ত

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) জয় করে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

শনিবার দুপুরে তিনি হাসপাতাল ছেড়েছেন বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী হাসপাতাল থেকে দুপুরের দিকে বাসায় ফিরেছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি আরও কিছুদিন বিশ্রামে থাকবেন। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া কামনা করেছেন।

করোনা আক্রান্ত হয়ে বাণিজ্যমন্ত্রী গত ১৭ জুন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে এতদিন চিকিৎসা নিয়ে শনিবার বাসায় ফিরলেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ