সেতু ভেঙ্গে পড়ায় জুড়ী-ফুলতলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

সেতু ভেঙ্গে পড়ায় জুড়ী-ফুলতলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

স্বপন দেব,মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে এক্সেভেটরবাহী একটি ট্রাক নিয়ে সেতু ভেঙ্গে পড়ায় জুড়ী-ফুলতলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার রাত প্রায় ১১টায় ওই সড়কের কাপনাপাহাড় এলাকায় ঘটেছে।
জানা যায়, জুড়ী-ফুলতলা সড়কের মেরামত কাজ চলমান। সেই সাথে ওই সড়কের পুরণো সকল সেতু নতুন করে নির্মাণ কাজ চলছে। যানচলাচলের সুবিধার্থে ওই সেতু গুলোর পাশে অস্থায়ী বিকল্প সেতু নির্মাণ করা হয়। রাস্তার কাজে ব্যবহৃত এক্সেভেটরবাহী একটি ট্রাক কাপনাপাহাড় এলাকার ওই সেতু পার হবার সময় ট্রাক নিয়ে সেতুটি ভেঙ্গে পড়ে। সে সময় থেকে এ সড়কে সবধরণের যান চলাচল বন্ধ রয়েছে।
সড়ক উপ-বিভাগ কুলাউড়ার সড়ক শাখা, জুড়ীর উপ-সহকারি প্রকৌশলী সহদেব সূত্রধর জানান, সেতুতে পড়ে যাওয়া গাড়ী গুলো খুবই ভারী, যা উত্তোলন করার যন্ত্র জুড়ীতে নেই। মৌলভীবাজার থেকে সেটি আনার ব্যবস্থা করা হয়েছে। রোববারের মধ্যেই গাড়ী গুলো অপসারণ ও অন্যান্য মেরামত কাজ সম্পন্ন করে রাস্তাটি চলাচলের জন্য খুলে দেয়া হবে।