ছাতকে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, চারজনকে জরিমানা

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

ছাতকে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, চারজনকে জরিমানা

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে বিক্রির উদ্দেশ্যে জমা করা এক গোদামে অভিযান চালিয়ে ৮০কেজি কারেন্ট জাল পুড়িয়ে ধংস করা হয়েছে। এসময় নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয় বিক্রয়ের জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে নগদ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

 

শনিবার বিকালে জাউয়া বাজারে এসব জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল।

অভিযানে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাজ্জাদুর রহমানসহ একটি ফোর্স সহযোগিতা করে।

জানা যায়, দীর্ঘদিন ধরে জাউয়া বাজারের পাইগাঁও গ্রামের আবুল হোসেনের রিক্সার গ্যারেজে অবৈধ কারেন্ট জাল ক্রয় বিক্রয় করা হচ্ছিলো। খবর পেয়ে অভিযান চালিয়ে বিশ্বনাথ উপজেলার সমছু রহমান, ছাতকের মোল্লাআতা গ্রামের আনোয়ার হোসেন, জাউয়া সাহিত্যিক পাড়ার ইসলাম উদ্দিন ও দক্ষিণ সুনামগঞ্জের গনিগঞ্জ গ্রামের মোঃ মিলন কে আটক করে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম। এসময় গ্যারেজ মালিক আবুল হোসেনের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
18192021222324
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ