বিয়নীবাজারে যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ করোনাভাইরাসে মৃত্যুবরণকারি দলের কেন্দ্রীয় নেতাদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটায় স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে নবসৃষ্ট ‘জয় বাংলা’ গ্রুপ এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী শরিক হন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সাবেক প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির, মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি তুতিউর রহমান তুতি, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন সাব, মোহাম্মদ হোসেন খসরু। উপজেলা যুবলীগ নেতা আব্দুল মুনিম সাব্বির ও ছাত্রলীগ নেতা নাহিদ চৌধুরী শাহিদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন, এখলাছ উদ্দিন, হারুনুর রশিদ হারুন, দুদু মিয়া, আব্দুল ওয়াহিদ তারেক, আব্দুল হাছিব, যুবলীগ নেতা আব্দুল হামিদ, রুহেল আহমদ রিপন, মামুনুর রশীদ আকুল, আব্দুস সামাদ, টিপু সুলতান, মো. নাজিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ নেতা সফিউল্লাহ সাগর, রুবেল আহমেদ, আমজাদ হোসেন দিপু, মুন্না আহমেদ, মারুফ আহমেদ, আকিব চৌধুরী, মহিউদ্দিন, সাহরুল ইসলাম এমরুল, তারেক আহমেদ, শামিম আহমেদ, এবাদ আহমেদ, রাজু আহমেদ, ছাইফুর রহমান জিম, রাজু আহমেদ, হাসান আহমেদ, আবু তাহের, জুবের আহমেদ (জে,বি), সাইদুল ইসলাম, হাসান আহমদ, রেজাউল ইসলাম, কলেজ ছাত্রলীগ নেতা ফাহাদ উজ্জামান, শাহেদ আহমদ, মুন্না আহমেদ, শিপু, মাহফুজ আহমেদ, তারেক আহমেদ, রিয়াদ হোসেইন, আল আমিন, সাইদুল আহমেদ, তাহসিন, ছাইদ, ছিদ্দিক, সায়েক আজিজ, আরিফ আহমেদ, জুয়েল আহমেদ, নাহিদ আহমেদ, আলাল উদ্দিন, সালমান আহমেদ, মারুফ আহমেদ, আফসার আহমেদ, আবিদ আহমেদ প্রমুখ। এদিকে, মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুর রহিম। পরে শিরনী বিতরণ করা হয়।