পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতে কানাইঘাটের নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতে কানাইঘাটের নিম্নাঞ্চল প্লাবিত

কানাইঘাট প্রতিনিধি :: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত ৩ দিনের টানা ভারি বৃষ্টিপাতের ফলে কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চল বানের পানিতে তলিয়ে গেছে। কানাইঘাট সুরমা নদীর পানি সন্ধ্যা পর্যন্ত বিপদ সীমার ৮৬ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে সুরমা ও লোভা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে।

জানা যায়, ভারি বৃষ্টিপাতের ফলে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়ন, ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন, বাণীগ্রাম ইউনিয়ন, দিঘীরপাড় পূর্ব, সদর ইউনিয়ন, সাতবাঁক, বড়চতুল, লক্ষীপ্রসাদ পূর্ব ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আংশিক নিম্নাঞ্চল বানের পানিতে তলিয়ে যায় এবং বেশ কিছু সবজি বাগান, আমন ধানের অনেক বীজতলার ক্ষতিসাধনের খবর পাওয়া গেছে।

পৌরসভার গুরুত্বপূর্ণ ৮ ও ৯নং ওয়ার্ডের বেশ কিছু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি নিষ্কাসনের কোন ধরনের ব্যবস্থা না থাকায় অনেক বাসাবাড়ির লোকজন পানিবন্দী হয়ে পড়েছেন।