সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীতে পুলিশের অভিযানে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম মো. জুবেল আহমদ অপু (২৬)। সে দক্ষিণ সুরমার সিলাম মাঝপাড়ার মৃত হোসেন আলীর ছেলে। অপু আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ মে নগরীর সুবিদ বাজারস্থ স্বর্ণালী কার ওয়াশিং সেন্টারের সামনে বাই সাইকেল আরোহী আমির হোসেন (২৩) কে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা ছুরি দিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
মামলার অন্যতম আসামি সিলাম মাঝপাড়ার মৃত হোসেন আলীর ছেলে অপুকে গতকাল শুক্রবার রাতে দক্ষিণ সুরমার লাউয়াই থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে তাকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে শনিবার সকালে সাগরদিঘীরপাড়ের মনিপুরী শ্মশান ঘাটের দেয়ালের ভিতরের ঝোপ হতে হত্যা কান্ডে ব্যবহৃত একটি কালো রংয়ের রক্তমাখা ধারালো টিপ ছুরি উদ্ধার করে পুলিশ।
এদিকে সে ওই ঘটনায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি