বিয়ানীবাজারে একদিনে ২৬ জন করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২০

বিয়ানীবাজারে একদিনে ২৬ জন করোনা রোগী শনাক্ত

বিয়ানীবাজার প্রতিনিধি :: বিয়ানীবাজার উপজেলায় এবার একদিনে সর্বোচ্চ ২৬ জনের করোনার নমুনা পজেটিভ এসেছে। আজ শনিবার (২৮ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। আক্রান্তদের মধ্যে ২৩ জন নতুন আক্রান্ত বাকি ২জন পুরনো আক্রান্ত তাদের দ্বিতীয় রিপোর্ট পজেটিভ আসে এবং একজন মৃত্যু বরন করার পর পজেটিভ হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ জানান,নতুন আক্রান্তদের মধ্যে একই পরিবারের একাধিক পজেটিভ রোগী রয়েছেন। তা ছাড়া বিয়ানীবাজার পৌর শহর থেকে এখন ইউনিয়নে রোগী ছড়িয়ে যাওয়ার বিষয়টি বিয়ানীবাজারবাসীর জন্য দুঃখের বিষয় বলেন তিনি।

নতুন আক্রান্তের মধ্যে মোল্লাপুরের ৮জন, শেওলার ৩জন, খাসার ৫জন, মাথিউরার ২জন, সুপাতলার ২জন, চারখাইয়ের ১জন, কসবার ১জন, তিলপাড়ার ১ জন, বৈরাগীবাজারের ১ জন, শ্রীধরার ১জন এবং উপজেলা তথ্যসেবা কেন্দ্রের ১জন রয়েছেন।

উল্লেখ্য, বিয়ানীবাজারে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ জনে। আর সুস্থ হয়েছেন ১৭ জন। মারা গেছেন ৩ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ