এই ভালোবাসার প্রতিদান দেয়ার ক্ষমতা আমার নাই : সাইফুল আলম রুহেল

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০

এই ভালোবাসার প্রতিদান দেয়ার ক্ষমতা আমার নাই : সাইফুল আলম রুহেল

 সিলেট জেলা আওয়ামিলীগের সাবেক দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল ও তার পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তার এই কঠিন সময়ে যারা পাশে ছিলেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে নিজ ফেসবুক আইডিতে তিনি একটি স্টেটাস দিয়েছেন। পাঠকের জন্য তা হুবুহু তুলে ধরা হল। ” মহান আল্লাহর রাব্বুল আলামীনের অশেষ দয়া ও সকলের দোয়ায় আমি এবং আমার পরিবারের সদস্যরা আজ করোনা মুক্ত। এই কঠিন সময়ে আমার এবং আমার পরিবারের পাশে যারা দাড়িয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।বিশেষ করে আমার সহযুদ্ধা দলীয় নেতা কর্মী, বন্ধু মহল , সমাজকর্মী,এক্স ক্যাডেট কমিউনিটি,সাংবাদিক প্রবাসী সজ্জন ভাইয়েরা সহ, আত্মীয়, প্রতিবেশীদের যে নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া পেয়েছি তার প্রতিদান দেয়ার ক্ষমতা আমার নেই। পরিশেষে কৃতজ্ঞতা জানাই জীবনের ঝুকি নিয়ে আমাদের চিকিৎসা সেবা দেওয়া সেই সকল ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের, এবং নিয়মিত খোঁজ খবর রাখা এম এ জি ওসমানী হাসপাতালের পরিচালক মহোদয় ও প্রশাসনের কর্মকর্তা বৃন্ধ কে। মহান রাব্বুল ইজ্জত সকলের প্রতি সহায় হোন এবং সকলকে কোভিড ১৯ থেকে মুক্ত রাখুন আমিন ।”

এ সংক্রান্ত আরও সংবাদ