ছাত্রলীগের পদ নিশ্চিত হলো সিলেটের দুই সাইফুরের

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১

ছাত্রলীগের পদ নিশ্চিত হলো সিলেটের দুই সাইফুরের

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ ছাত্রলীগের সবশেষ পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সম্পাদক হিসেবে নাম ছিল সিলেটের সাইফুর রহমান নামের একজনের।

এই কমিটি অনুমোদন হওয়ার পর থেকে একই সহ-সম্পাদক পদের দাবিদার হন দুইজন। একজন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সাইফুর রহমান রাজন ও অপরজন মহানগর ছাত্রলীগ নেতা সাইফুর রহমান।

সমানতালে দুজনেই কেন্দ্রীয় বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি পদ ব্যবহার করে প্রচারণা চালিয়ে যান। এতে সিলেটে সৃষ্টি হয় বিভ্রান্তি। এই বিভ্রান্তির সমাধান মিলছিল না কোনভাবেই।

অবশেষে শনিবার এই বিভ্রান্তি কাটিয়ে দুজনকেই বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে ঘোষণা করেছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে বক্তব্যের এক পর্যায়ে দুজনকে ছাত্রলীগের সহ সম্পাদক হিসেবে ঘোষণা দেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ