সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১
বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে ৫৯৪ ভোট পেয়ে জামানত হারালেন বিএনপির মেয়র প্রার্থী আনোয়ারুল ইসলাম। নির্বাচনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তিনি এ জামানত হারান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনে দুই হাজার ৮৮৯ ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫ হাজার ৯৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে ৩ হাজার ৮৯ ভোট পান।
পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৫২৩ জন ও নারী ভোটার ৭ হাজার ৯২০ জন। ১০টি কেন্দ্রের ৪৩টি কক্ষে ভোট নেয় কমিশন।
প্রথমবারের মতো সেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নিয়েছে কমিশন। মেয়র তিন জনসহ সাধারণ কাউন্সিলর ও নারী কাউন্সিলর মিলে প্রার্থী ছিলেন ৪০ জন। সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন লড়েছেন।
গত ২৮ ডিসেম্বর সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। পৌরসভাটিতে ভোট পড়েছে ৬২ দশমিক ৬৫ শতাংশ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি