খাদিমপাড়ায় ফোমের ফ্যাক্টরীতে ভয়াবহ আগুন

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১

খাদিমপাড়ায় ফোমের ফ্যাক্টরীতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক::
সিলেট সদর উপজেলার ৪নং খাদিম পাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড দলই পাড়া টিটু মিয়া ফোমের ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শনিবার রাত সোয়া ৮টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ৩ ইউনিট আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কুব্বাত আলী বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আসেন। ৩টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে কোথা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে তা স্পষ্ঠ জানা যায়নি।