সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০
স্পোর্টস ডেস্ক :;
মহামারী করোনার ঝুঁকির মধ্যেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গেল পাকিস্তান ক্রিকেট দল। রোববার সকালে চার্টার্ড বিমানে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে পাকিস্তানের ২০ জন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের ১১ সদস্য।
ইংল্যান্ডে পৌঁছানোর পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে আজহার আলী ও বাবর আজমদের।
আগামী আগস্ট মাসে মাঠে গড়াবে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৫ আগস্ট ম্যানচেস্টারে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। ১৩ আর ২১ আগস্ট সাউদাম্পটনে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচ। একই ভেন্যুতে ২৯ ও ৩১ আগস্ট আর ২ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ড সফরের আগে টেস্ট সিরিজ জয়ের প্রত্যয় ব্যাক্ত করে পাকিস্তানের অধিনায়ক আজহার আলী বলেছেন, আমরা যদি ৩০০ বা তার এর বেশি রান তুলতে পারি তাহলে ইংল্যান্ডকে হারাতে পারব। গত কয়েক সফরে আমরা দারুণ খেলেছি। আমার ধারণা আমাদের পেস ও স্পিন আক্রমণ ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ভালোই পরীক্ষা নেবে।
ইংল্যান্ড সফরে গেলেন- আজহার আলী, বাবর আজম ,আবিদ আলি, আসাদ শফিক, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, উসমান শিনওয়ারি, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মুসা খান, নাসিম শাহ, রোহাইল নাজির ও ইয়াসির শাহ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি