ইসরায়েলের রাস্তায় নেতানিয়াহুর নগ্ন মূর্তি নিয়ে ভোটের আগে চাঞ্চল্য

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১

ইসরায়েলের রাস্তায় নেতানিয়াহুর নগ্ন মূর্তি নিয়ে ভোটের আগে চাঞ্চল্য

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আদলে বানানো এক নগ্ন মূর্তি নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ইসরায়েলে। গতকাল বুধবার ইসরায়েলের তেল আবিবের হাবিমা চৌমাথায় এই মূর্তিকে নিয়ে ঝড় বইছে দেশটির রাজনীতি ও সোশ্যাল মিডিয়ায়। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, ওই মূর্তিটিকে দেখে যেন মনে হচ্ছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নগ্ন অবস্থায় একটি কোণে বসে আছেন। মূর্তিটি নজরে আসার সঙ্গে সঙ্গেই প্রথমে ঢেকে দেওয়া হয়। পরে তেল আবিব প্রশাসন এই মূর্তি সরিয়ে ফেলেন। মূর্তি বসানোর পিছনে কাদের হাত রয়েছে, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখছে প্রশাসন।
উল্লেখ্য, আগামী ২৩ শে মার্চ ইসরায়েলে ভোট। এ নিয়ে গত দু’বছরের মধ্যে সেখানে চতুর্থবার ভোট হচ্ছে। ঠিক তার আগেই এমন ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে বেশিদিন ক্ষমতায় রয়েছেন। ১৪ বছরেরও বেশি সময় তিনি এই পদে রয়েছেন।