শাল্লায় হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১

শাল্লায় হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ

অনলাইন ডেস্ক:: সুনামগঞ্জের শাল্লায় নোয়াগাও গ্রামে সাম্প্রদায়িক মামলার প্রতিবাদে সিলেটে মুখে কালো কাপড় বেধে বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে পাঁচ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে।

ছাত্র ফ্রন্টের মহানগর আহবায়ক সঞ্জয় শর্মার সঞ্চালনায় প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি প্রণব জ্যোতি পাল, পাপ্পু চন্দ, ছাত্র নেতা হৃত্ত্বিক কুমার দেব, নীলয় শর্মা উত্তম, শুভ্র দাস, দীপংকর রায় প্রমুখ ।

বক্তারা বলেন, শাল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনার ২ দিন হলেও প্রশাসন এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলার সাথে জড়িতদের গ্রেফতার করার দাবি জানান।

বক্তারা বলেন, হেফাজতের নেতা মামুনুল হকের উসকানি মূলক বক্তব্যের কারণে এই হামলা হয়েছে।

বক্তারা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এমন সাম্প্রদায়িক হামলা মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছে।

সরকার মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ করে চলছে। তাই বারবার এমন হামলার ঘটনা ঘটছে।