‘বঙ্গবন্ধুর মতো কালজয়ী নেতা ছিলেন বলেই বাংলাদেশের অভ্যুদয় ঘটে’

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১

‘বঙ্গবন্ধুর মতো কালজয়ী নেতা ছিলেন বলেই বাংলাদেশের অভ্যুদয় ঘটে’

অনলাইন ডেস্ক:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আয়োজিত আলোচনাসভায় বক্তারা বলেছেন, উপমহাদেশে অনেক জাতি স্বাধীনতার জন্যে আন্দোলন সংগ্রাম করলেও তাদের পক্ষে স্বাধীনতা অর্জন সম্ভব হয়নি, কারণ তাদের ছিলো যোগ্য নেতার অভাব। কিন্তু বাঙালি জাতি বঙ্গবন্ধুর মতো কালজয়ী নেতার নেতৃত্ব পেয়েছিলো বলেই মাত্র নয় মাসের সংগ্রামে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার মাধ্যমেই স্বাধীনতার জন্যে আত্মত্যাগকারীদের মূল্যায়ন করতে হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেমুসাস’র গৃহীত দু’দিনের কর্মসূচির প্রথম দিন ১৭ মার্চ অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাহিত্য সংসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী।

সাহিত্য সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন প্রফেসর নন্দলাল শর্মা, প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী, অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, আবদুল হামিদ মানিক, সেলিম আউয়াল, আব্দুস সাদেক লিপন এডভোকেট, জগলু চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তাহের, বেলাল আহমদ চৌধুরী, বাছিত ইবনে হাবীব প্রমুখ।

সাধারণ সম্পাদকের বক্তব্যে আবদুল হামিদ মানিক বলেন, আমাদের স্বাধীনতার সাথে অবিচ্ছেদ্যভাবে যে মহান ব্যক্তির নাম জড়িত, তিনি হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সোনার বাংলা গড়ে তোলার জন্যে আমাদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করতে হবে।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর মতো নেতা ছিলেন বলেই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি।