শাল্লার ঘটনায় নোয়াগাঁওয়ে সুনামগঞ্জ যুবলীগের মানববন্ধন

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১

শাল্লার ঘটনায় নোয়াগাঁওয়ে সুনামগঞ্জ যুবলীগের মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা যুবলীগ। শুক্রবার (১৯ মার্চ) শাল্লার নোয়াগাঁও গ্রামে জেলা যুবলীগের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধন থেকে জেলা যুবলীগের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রæত গ্রেফতারের আহবান জানানো হয়। জেলা যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু,সদস্য নুরুল ইসলাম বজলু, দিরাই যুবলীগ আহ্বায়ক রঞ্জন রায়, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট অবনী মোহন দাস, ব্যারিস্টার ডালটন চৌধুরী উপস্থিত ছিলেন। যুবলীগ নেতৃবৃন্দ বলেন, দিরাই-শাল্লায় যুবলীগের কোনো কমিটি নেই। সুতরাং এই ঘটনায় যারা যুবলীগকে জড়িয়ে ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে তারা বরাবরই ধিকৃত। বক্তারা বলেন, জাতীর পিতার জন্মশত বার্ষিকীর দিনে এমন ন্যাক্কারজনক হামলা কখনোই স্বাধীনতার পক্ষের কোনো গোস্টীর মাধ্যমে সংগঠিত হতে পারে না। যুবলীগ নেতৃবৃন্দ এই বর্বোরেচিত হামলা পরিকল্পিত উল্লেখ করে বলেন, সারাদেশ যেদিন বর্ণিল আয়োজনে শতাব্দির মহানায়ক জাতির পিতার জন্মশত বার্ষিকী পালনে ব্যস্থ, ঠিক সেই সময়টাতে মৌলবাদী গোষ্ঠীর এই হামলা কোনো শুভ ইঙ্গিত বহন করেনা।বক্তারা হামলার নেপথ্যে জড়িতদের দ্রুত গ্রেফতার করার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জেলা যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু বলেন, যুবলীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। যে কারণে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শাল্লার ঘটনায় উদ্বিগ্ন। সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে জেলা যুবলীগ যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, জেলা আহবায়ক খায়রুল হুদা চপল এ ঘটনায় সার্বক্ষণিক মনিটরিং করছেন। তিনি ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেছেন এবং জেলা যুবলীগ পাশে থাকার প্রতিশ্রতি ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ