অ্যান্ড্র- জ্যাকসনের মূর্তি ভাঙায় গ্রেফতার ৪

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০

অ্যান্ড্র- জ্যাকসনের মূর্তি ভাঙায় গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক :;

ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্র– জ্যাকসনের একটি মূর্তি উপড়ে ফেলার চেষ্টায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়।

গ্রেফতার চারজন ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড, মেইনে ও ভার্জিনিয়ার বাসিন্দা। তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি বিনষ্টের অভিযোগ আনা হয়েছে। খবর রয়টার্সের।

রাষ্ট্রীয় আইনজীবী বলেন, ‘যে কারও শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার দেয়া প্রথম সংশোধনীর সুরক্ষায় আমাদের দফতর অবিচল। রাজধানীকে অলংকৃত করা ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভকে অবমাননার পথ বেছে নিয়েছে যারা, এ আনুষ্ঠানিক অভিযোগ মূলত তাদের প্রতিই এক ধরনের সতর্কবার্তা।’