সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০
অনলাইন ডেস্ক :;
রাহুল গান্ধী চীন-পাকিস্তানের ভাষা বলছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, আপনি যেটা বলছেন, সেটা চীন ও পাকিস্তানের ভাষা।
রাহুল গান্ধীর ‘আত্মসমর্পণ মোদি’ হ্যাশ ট্যাগের জবাবে রোববার এএনআইকে দেয়া এক সাক্ষৎকারে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব রাহুল গান্ধী। দুটি ক্ষেত্রেই আত্মসমর্পণ করেছেন প্রধানমন্ত্রী, মোদিকে এই খোঁচা দিয়েছেন কংগ্রেসের সাবেক সভাপতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই হ্যাশট্যাগ আত্মসমর্পণ খোঁচা ভাইরাল হয়েছে। সেই কথার জবাব দিতে সরব হয়েছেন মোদি মন্ত্রিসভার সেকেন্ড-ইন-কমান্ড অমিত শাহ। এমনকী, ইন্দো-চীন সংঘাত নিয়ে সংসদে আলোচনা করতে রাজি সরকার, বিরোধীদের কাছে এই বার্তা পাঠান অমিত শাহ।
তিনি বলেন, দেশ-বিরোধী কার্যকলাপ রুখতে আমরা সমর্থ। কিন্তু কোনো দলের প্রাক্তন সভাপতি এই ধরনের কথা বললে, বেদনা হয়। এমন সংকটের মুহূর্তে এই ধরনের নীচু রাজনীতি এড়িয়ে চলাই ভালো।
রাহুল গান্ধীর নাম না করে তিনি বলেন, এটা আত্মসমীক্ষার বিষয়। তিনি ও তার দল যে হ্যাশট্যাগ ব্যবহার করছেন, তাতে করে পাকিস্তান ও চীনের হাত শক্ত হচ্ছে। আপনি যেটা বলছেন, সেটা চীন ও পাকিস্তানের ভাষা।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি