‘রাহুল গান্ধী চীন-পাকিস্তানের ভাষা বলছেন’

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০

‘রাহুল গান্ধী চীন-পাকিস্তানের ভাষা বলছেন’

অনলাইন ডেস্ক :;

রাহুল গান্ধী চীন-পাকিস্তানের ভাষা বলছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, আপনি যেটা বলছেন, সেটা চীন ও পাকিস্তানের ভাষা।

রাহুল গান্ধীর ‘আত্মসমর্পণ মোদি’ হ্যাশ ট্যাগের জবাবে রোববার এএনআইকে দেয়া এক সাক্ষৎকারে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব রাহুল গান্ধী। দুটি ক্ষেত্রেই আত্মসমর্পণ করেছেন প্রধানমন্ত্রী, মোদিকে এই খোঁচা দিয়েছেন কংগ্রেসের সাবেক সভাপতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই হ্যাশট্যাগ আত্মসমর্পণ খোঁচা ভাইরাল হয়েছে। সেই কথার জবাব দিতে সরব হয়েছেন মোদি মন্ত্রিসভার সেকেন্ড-ইন-কমান্ড অমিত শাহ। এমনকী, ইন্দো-চীন সংঘাত নিয়ে সংসদে আলোচনা করতে রাজি সরকার, বিরোধীদের কাছে এই বার্তা পাঠান অমিত শাহ।

তিনি বলেন, দেশ-বিরোধী কার্যকলাপ রুখতে আমরা সমর্থ। কিন্তু কোনো দলের প্রাক্তন সভাপতি এই ধরনের কথা বললে, বেদনা হয়। এমন সংকটের মুহূর্তে এই ধরনের নীচু রাজনীতি এড়িয়ে চলাই ভালো।

রাহুল গান্ধীর নাম না করে তিনি বলেন, এটা আত্মসমীক্ষার বিষয়। তিনি ও তার দল যে হ্যাশট্যাগ ব্যবহার করছেন, তাতে করে পাকিস্তান ও চীনের হাত শক্ত হচ্ছে। আপনি যেটা বলছেন, সেটা চীন ও পাকিস্তানের ভাষা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ