ডিএমপির হারুন চরিত্রে মোশাররফ করিম

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

ডিএমপির হারুন চরিত্রে মোশাররফ করিম

বিনোদন ডেস্ক

আগামী ২৬ মার্চ ‘হইচই’-এ মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ মোশারফ করিমের ‘মহানগর’। ওই সিরিজে তাকে দেখা যাবে ডিএমপির হারুন হিসেবে।

আলোচিত সেই ওয়েব সিরিজের পোস্টার ইনস্টাগ্রামে প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই।

হইচইয়ের সেই পোস্টারে দেখা গিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ইউনিফর্মে বসে কাজের ফাঁকে মোবাইল দেখছেন মোশাররফ করিম। ইনস্টাগ্রামের ক্যাপশনে লেখা হয়েছে- ‘ভাগ্যের বিধি কাউকে ছেড়ে কথা বলে না..’

ইনস্টাগ্রামের সেই পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে, #Mohanagar #NotunGolpoHoyejak

এতে ট্যাগ করা হয়েছে মোশাররফ করিম, শ্যামল মাওলা ও আশফাক নিপুণকে।

রোববার ‘হইচই’-এর পক্ষ থেকে নতুন ১৮টি সিনেমা এবং ওয়েব সিরিজের কথা ঘোষণা করা হয়। ২৬ মার্চ ‘হইচই’-এ মুক্তি পেতে চলেছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ ‘মোহমায়া’। যেখানে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়ের দুই মত অভিনেত্রীকে।

এছাড়াও থাকছে মোশারফ করিমের ‘মহানগর’, বিরসা দাশগুপ্তের ‘সাইকো’। আবার ‘মন্দার’ নিয়ে পরিচালকের ভূমিকায় ‘হইচই’তেই থাকবেন অনির্বাণ।