সিলেট মহানগর ছাত্রলীগের আনন্দ র‌্যালী

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

সিলেট মহানগর ছাত্রলীগের আনন্দ র‌্যালী

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে নগরীতে আনন্দ র‌্যালি বের করা হয়েছে।
শনিবার (২০ মার্চ) বিকেলে র‌্যালিটি নগরীর চৌহাট্টা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রিকাবিবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য শাহ আলম শাওনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা হুসাইন মোহাম্মদ সাগরের সঞ্চালনায় আনন্দ র‌্যালী শেষে বক্তব্য রাখেন, মহানগর ছাত্রলীগ নেতা ফয়েজুর রহমান ফয়েজ, আশরাফুল ইসলাম বাপ্পি, হাবিবুর রহমান পাবেল, মইজুল ইসলাম রাহাত, মুশফিক রুনু, নাছিফ শামস তিয়াশ, শাহিদুল ইসলাম সৌমিক, ফাহিম আহমদ হামিম সহ বিভিন্ন কলেজ ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ