একুশে পদক প্রাপ্ত ফটো সাংবাদিক পাভেলের সাথে সিলেট এসপিএসের মতবিনিময়

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২১

একুশে পদক প্রাপ্ত ফটো সাংবাদিক পাভেলের সাথে সিলেট এসপিএসের মতবিনিময়

অনলাইন ডেস্ক :: একুশে পদক প্রাপ্ত ফটো সাংবাদিক পাভেল রহমান বলেছেন, বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ভিষণ রকমের আমুদে এবং সাধসিধে মানুষ। কিন্তু সেই মানুষটি জীবনের খুব কম সময়ই জীবন নিয়ে পরিবার নিয়ে আনোন্দ ফুর্তি করতে পেরে ছিলেন। জীবনের দীর্ঘ সময় কারাগারে কাটিয়ে যে টুকু সময় তিনি পেতেন, সেই সময়ে তিনি পরিবারের সকল সদস্যদের সাথে অত্যান্ত সৌহার্দ পরিবেশে সময় কাটাতেন। আমি অত্যান্ত ভাগ্যবান এই কারনে যে, বঙ্গবন্ধুর স্নেহ মায়ায় আমি এই মহান নেতার অত্যান্ত কাছে যেতে পেয়ে ছিলাম। পরবর্তিতে আমি অনুপ্রানিত হয়ে পেশা হিসেবে ফটোগ্রাফীকেই বেছে নিয় এবং বিভিন্ন সময়ে আমার তোলা ছবি ওঠে দূলর্ভ। আমি পাভেল হয়ে উঠি পাভেল রহমান।

পাভেল রহমান আরো বলেন, ছবি তোলার ক্ষেত্রে ফটো গ্রাফারদের মেধা কাজে লাগিয়ে প্রচুর ছবি তোলা দরকার এবং ছবি তুললেই হবে না। ছবির যথাযথ ব্যবহার করতে হবে তা না হলে ছবি মূল্যাযিত হয় না। প্রতিটি ফটো গ্রাফারের উচিৎ কোথায় গেলে ছবি পাওয়া যাবে সঠিক সময় সঠিক স্থানে অবস্থান করার মেধা তৈরি করা আর এটা করতে পারলে ভালো ছবি তোলা সম্ভব।

তিনি সিলেটে একটি অভিজাত রেস্তুরায় সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সদস্যদের সাথে দীর্ঘ সময় মত বিনিময় ফটো আড্ডা উপরের কথা বলেন।

এসপিএসের সভাপতি মো.ফরিদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.ইফতেখার হোসেন মনির সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আজীবন সদস্য আলোকচিত্রী আতাউর রহমান আতা, সাইফুল ইসলাম, শামসুল বাছিত শেরো, জগলুল হায়াত, নিরঞ্জন দে যাদু, নীলাঞ্জন দাশ টুকু, মো. রিমন, আবুল বাশার, কার্যকরী কমিটির সদস্য- আফজাল হোসেন, বাপ্পি ত্রিবেদী, শেখ নাসির, মো.এনামুল হক, শাহরান তাজদিক, আলতাফ হোসেন, কার্তিক পাল, সুজিত শ্যাম জন, দুলাল হোসেন, জি আর সুয়েব, মৃদুল কান্তি মিষ্টু, খালেদ আহমদ প্রমুখ।

এসময় তিনি বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ পরিবারের সকল সদস্যদের সাথে বিভিন্ন সময়ে তার নিজের তোলা আলোকচিত্র, অন্যান্য আলোকচিত্র প্রদর্শন করেন। পরে তিনি এসপিএসের সদস্যদের মধ্যে সোসাইটির আইডি কার্ড বিতরণ করেন। ওয়েব সাইটের উদ্বোধন করেন।