সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২১
গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কাটার দায়ে অহিদ আহমদ (২০) নামের এক যুবককে অর্ধলক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত ১২ টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের অভিযান দত্তরাইল নোয়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে যে, ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল নোয়াপাড়া গ্রামে অবৈধভাবে টিলা কেটে মাটি নেওয়া হচ্ছে। তাৎক্ষণিক ওই এলাকায় রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় সেখানে গিয়ে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল নোয়াপাড়া গ্রামের মনোহর আলীর পুত্র আহিদ আহমদ (২০) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (চ) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে টিলাকাটার ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি