সিলেট বিভাগে করোনায় আক্রান্ত বেড়ে ১৬৬৯১

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত বেড়ে ১৬৬৯১

নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ২৩ জন সুস্থ হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৯১৫ জন।

এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ৭৯০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫২৯ জন, হবিগঞ্জে ১৬৮৪ জন এবং মৌলভীবাজারের ১৯১২ জন সুস্থ হয়েছেন।

একই সময়ে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৯১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১০ হাজার ১৪৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৬৯, হবিগঞ্জে ২ হাজার ১৭ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে রোববার পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮১ জন। এরমধ্যে সিলেট জেলার ২১৭ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।

রোববার (২১ মার্চ) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।