সিলেট ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
খেলা ডেস্ক :: নতুন করে লকডাউনে কীভাবে অনুশীলন করবেন তা নিয়ে দ্বিধায় পড়েছেন জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহী।
নিজ জেলা সিলেট যদি ‘রেড জোন’-এর আওতায় পড়ে যায়, তবে কীভাবে অনুশীলন করবেন তিনি সেই দুশ্চিন্তায় আছেন।
সম্প্রতি মুশফিকুর রহিমের অনুরোধে রাজি হয়ে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলনের অনুমতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিদ্ধান্ত অনুযায়ী, মিরপুর ছাড়াও ঢাকার বাইরে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও কক্সবাজারেও অনুশীলন চালুর ব্যবস্থা করছে বিসিবি। যাতে করে করোনাকালে নিজ নিজ এলাকায় ক্রিকেটাররা অনুশীলন সুবিধা ভোগ করতে পারেন।
বিসিবির এমন সিদ্ধান্তের পর দোটানায় পড়ে গেছেন সিলেটে অবস্থান করা আবু জায়েদ রাহী।
একটি ইংরেজি দৈনিকের সঙ্গে আলাপকালে রাহী বলেন, শুনেছি বিসিবি ঢাকা, সিলেট এবং অন্যান্য কিছু জায়গায় ব্যক্তিগত ট্রেনিংয়ের সুবিধা দিচ্ছে। কিন্তু এতে খুশি হলেও আমি পড়েছি দুশ্চিন্তায়।
জায়েদ রাহী আরও বলেন, বিসিবি হয়তো প্র্যাকটিস ফ্যাসিলিটিস খুলে দিচ্ছে। কিন্তু সরকার যদি শহরে নতুন করে লকডাউন দেয়, তবে আমি কীভাবে যাব? সিলেটে সংক্রমণ অনেক বেশি। তাই রেড জোনে পড়তে পারে জেলাটি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি