সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক :; সুনামগঞ্জে নতুন করে আরও ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (২৭ জুন) সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৩২ জনের রিপোর্ট পজেটিভ আসে। এরমধ্যে রি-টেস্টে পুনরায় পজিটিভ এসেছে ৮ জনের।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে ছাতক উপজেলায় ১২ জন, সদরে ৭ জন, দোয়ারাবাজারে ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জে ৩ জন ও দিরাই উপজেলায় ১ জন রয়েছেন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
এরপর প্রতিদিন সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরছেনও রোগীরা।
সর্বশেষ রোববার (২৮ জুন) হবিগঞ্জের ১৭ জন, সিলেটের ৭১ জন, সুনামগঞ্জের ২৬ জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৬৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৩২১, সুনামগঞ্জে ৯৭৭, হবিগঞ্জে ৫৫৫ এবং মৌলভীবাজারে ৪১৪ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ১০১, সুনামগঞ্জে ১০০, হবিগঞ্জে ৬৩ এবং মৌলভীবাজারে ৬ জন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৪৫, সুনামগঞ্জে ৩৭৪, হবিগঞ্জে ১৯১ মৌলভীবাজারে ১৭৩ জন।
আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ (রোববার) পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৭০ জন। এরমধ্যে সিলেটে ৫৫, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে পাঁচজন এবং হবিগঞ্জে ছয়জন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি