সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১
সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে রাস্তার মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৬জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল বুধবার সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গনিপুর গ্রামের রেজ্জাদ আলী ও সাইদুর রহমানের মধ্যে বাড়িয়ান রাস্তার মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে রেজ্জাদ আলী পক্ষ বিরোধকৃত রাস্তায় দেয়াল নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ সাইদুর রহমান এতে বাধা দেয়। এ নিয়ে উভয়রে মধ্যে উত্তপ্ত বাক-বিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধ ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ব্যক্তি আহত হয়। গুরুতর আহত জুমান আলী, জাকের আলী, কাজী শওকতুর রহমান, কাজী মিসবাহ, কাজী সাদিকুর রহমান ও কাজী দিলদারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি এবং চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এমরান হোসেন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাজ্জাদুর রহমান জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ##
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি