করোনার ঝুঁকিতে সিলেট

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১

করোনার ঝুঁকিতে সিলেট

অনলাইন ডেস্ক : করোনার ঝুঁকিতে রয়েছে সিলেটে। করোনায় আক্রান্তের পাশপাশি হাসপাতালে ভর্তি হওয়া রোগীও বৃদ্ধি পাচ্ছে। সিলেট বিভাগে নতুন করে ৬৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪৫জন। এছাড়া বিভাগের মধ্যে সিলেট ও সুনামগঞ্জে করোনা আক্রান্ত হয়ে ৪৭জন চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৮৩ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৮১জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৮৮জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৩জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৯জন। বৃহস্পতিবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেটভিউ-কে এ তথ্য জানান।

সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৬৪জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজে ৭জন, সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৫৬জন, হবিগঞ্জে ১জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৯৮১জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৪০০জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৭১ জন, হবিগঞ্জে ২ হাজার ২৬জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে।