সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১
অনলাইন ডেস্ক
কানাডার টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে নকল নেগেটিভ কোভিড-১৯ পরীক্ষা উপস্থাপিত করার পরে একজন ভ্রমণকারীকে অভিযুক্ত করা হয়েছে। ওই ব্যক্তিকে গোট সোমবার (২২ মার্চ) শুনানির জন্য রাখা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
পিল আঞ্চলিক পুলিশ বলছে, টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি জাল নেতিবাচক কোভিড-১৯ পরীক্ষা উপস্থাপনের পরে একজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত রবিবার বিকেল চারটার দিকে কর্মকর্তারা কানাডা সীমান্ত সার্ভিস সংস্থাকে (সিবিএসএ) সহায়তা করতে যান। সেখানে সিবিএসএর এক কর্মকর্তা প্রবেশের দলিলগুলি চেক করছিলেন, ঐ সময় একটি নেগেটিভ কোভিড-১৯ পরীক্ষা পেয়েছেন যা প্রতারণামূলক বলে মনে হয়েছে।
পুলিশ জানিয়েছে, ৪৫ বছর বয়সী এডমন্টনের এই আন্তর্জাতিক ভ্রমণকারীর বিরুদ্ধে অবৈধভাবে জালিয়াতি নকল ব্যবহার করার অভিযোগ আনা হয়েছিল।
একজন পুলিশ মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে বলেছে, ভাইরাসটি আছে কিনা তা নির্ধারণের জন্য ওই ব্যক্তিকে পিল জনস্বাস্থ্যে গিয়ে একটি কোভিড -১৯ পরীক্ষা করাতে হবে।
কানাডায় বর্তমানে আন্তর্জাতিক ভ্রমণকারীদের ফ্লাইটে চড়ার আগে নিজ দেশের থেকে নেগেটিভ কোভিড-১৯ পরীক্ষা উপস্থাপনের জন্য নির্দেশনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি