মোদির সফরে ৫টির বেশি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে : মোমেন

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২১

মোদির সফরে ৫টির বেশি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে : মোমেন

অনলাইন ডেস্ক

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে পাঁচটিরও বেশি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘সমঝোতা স্মারকের সংখ্যা কম-বেশি হতে পারে, তবে পাঁচটির বেশি (স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে)।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মোদির সফরটি মূলত বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। তবে যেহেতু দুই দেশের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় আলোচনায় বসবেন। সেহেতু বৈঠকে সব প্রধান বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র : বাসস।