সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২১
আহমদ এইচ খান::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এর ডাকে একাত্তরে এদেশের দামাল ছেলেরা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল একটি মানচিত্র কিংবা একটি পতাকার জন্য। মানচিত্র এবং পতাকার সমষ্টি হচ্ছে একটি স্বাধীন ভূখণ্ড তথা একটি রাষ্ট্র। পৃথিবীতে রাষ্ট্রের মূল চালিকা শক্তি জনগণ, রাষ্ট্র চলবে একটি সংবিধানের আলোকে। দেশ স্বাধীন হওয়ার পর বাহাত্তরে একটি সংবিধান রচিত হয় যার মূলনীতি ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র এবং সমাজতন্ত্র। এখনও পাকিদের রেখে যাওয়া জারজ সন্তানদের কারণে আমরা সংবিধানের মূলনীতি পুরোপুরি বাস্তবায়ন করতে পারি নাই। এই অপশক্তিদের নির্মূল করতে প্রথমে একমুখী শিক্ষা কে বাস্তবায়ন করতে হবে, ভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থা তাদের বিস্তারের নিয়ামক শক্তি। অর্ধ শতাব্দীর বাংলাদেশে আমরা পেরেছি জনগনের মৌলিক অধিকার তথা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে। আজ নিজেদের টাকায় পদ্মা সেতু, বঙ্গবন্ধু টার্নেল, ঢাকায় ফ্লাইওভার কিংবা মেট্রোরেল এসব দৃশ্যমান। করোনা ক্ষেত্রে সফলতায় বিশ্বে বাংলাদেশ ২০ তম স্থানে আছে, কমনওয়েল্থ দেশের মধ্যে তৃতীয়। অনেক উন্নত দেশে ভ্যাকসিন এখনও তাদের সাধারণ জনগণদের কাছে পৌঁছাতে পারে নাই, আমরা পেরেছি। আমাদের জিডিপি প্রবৃদ্ধি হার অথবা রিজার্ভ ফান্ড পাকিস্তানের চেয়েও এগিয়ে, একাত্তরে যেই পশ্চিমারা বলেছিল তলাবিহীন ঝুড়ির দেশ আজ আমরা স্বয়ংসম্পূর্ন জাতি হওয়ার পথে অনেক দূর এগিয়ে গেছি। একাত্তরের পরাজিত পাকিস্থানীরা ভিক্ষার ঝুলি নিয়ে দেশে দেশে ঘুরতেছে, তাদের দেশের সুশীল সমাজ তথা জনগণ বাংলাদেশের মত হওয়ার স্বপ্ন দেখছে। এসব সাফল্যের অন্যতম কারিগর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, এগিয়ে যাওয়ার বাংলাদেশে আপনি আমাদের স্বপ্নদ্রষ্টা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি