স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তাক্ষর আবৃত্তি

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২১

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তাক্ষর আবৃত্তি

অনলাইন ডেস্ক::
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের। শুক্রবার মহান স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিকেল ৫টায় দল গত আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর।

বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় “জানের দামে স্বাধীনতা” নির্মাণটি সঞ্চালন করে অনুশ্রীচন্দ। কবি নির্মলেন্দু গুণ’র স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হল এবং বিমল করের জানের দামে স্বাধীনতা,স্বাধীনতার নামতা,আমার স্বাধীনতা ও তোমাকে সালাম কবিতায় দলগত কণ্ঠ দেন হিমেল,গুলজার, পিউ, পূজা, শুচি, মন্ত্র, প্রভা,পূর্ণতা, ত্রয়ী, ত্রিপর্ণা, সুচিত্রা, স্বপ্ন, অর্ণব ও বিমল কর।