স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শামসুদ্দিন হাসপাতালে বিএনএ’র যাত্রা শুরু

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শামসুদ্দিন হাসপাতালে বিএনএ’র যাত্রা শুরু

অনলাইন ডেস্ক :: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে যাত্রা শুরু করলো বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এর কার্যক্রম।

শুক্রবার ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শহিদমিনারে বিএনএ শহিদ শামসুদ্দীন আহমদ হাসপাতাল শাখার নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় অতিথি হিসেব উপস্থিত ছিলেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ব্রায়ান বঙ্কিম হালদার, উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুব উল আলম, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জনাব ডা. সুশান্ত কুমার মহাপাত্র, ডা. জন্মেয়জয় দত্ত, ডা. নাজমা বেগম, উপ সেবা তত্ত্বাবধায়ক রিনা আক্তার, সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের উপ সেবা তত্ত্বাবধায়ক নীহারী রানী দাস, নার্সিং সুপারভাইজার কুলসুমা বেগম।

নার্সিং কর্মকর্তা ছাড়াও এসময় উপস্থিত ছিলেন- শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের প্রধান সহকারী মাহফুজ আহমদ, ওয়ার্ড মাস্টার নজরুল ইসলাম ও মাসুক মিয়া প্রমুখ।

পরে নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃবন্দদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।

বিএনএ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল শাখার সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চন্দ্র দাস, সাংস্কৃতিক সম্পাদক ছমির চন্দ্র দাস, সহ অর্থ বিষয়ক সম্পাদক রেবা রানী পাল ও নার্সিং নেতা সুমন চন্দ্র দাস প্রমুখ।

বিএনএ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল শাখার দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহ সভাপতি প্রভাতী রাণী হালদার, সহ সভাপতি অনিমা রাণী রেলী, সহ সভাপতি দিলারা বেগম, আজরা শর্মিলা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমদ খান, সহ সাধারণ সম্পাদক রামিম ইসলাম সজল, সহ সাধারণ সম্পাদক সাব্বীর আহমদ নয়ন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কোষাধ্যক্ষ আবদুল খালেক, সহ কোষাধ্যক্ষ কৃষ্ণা রাণী পাল, দপ্তর সম্পাদক সুজন চৌধুরী, সহ দপ্তর সম্পাদক আকলিমা বেগম, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক শিপ্রা রাণী কর্মকার, সহ স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক সাহিদা ইয়াসমিন (২), প্রচার সম্পাদক হালিমা বেগম, সহ প্রচার সম্পাদক শাহেদা বেগম ও তুলি বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মালেক, সহ ধর্ম বিষয়ক সম্পাদক শিউলি চক্রবর্তী, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিক্তা মন্ডল, সহ সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার ও রিক্তা দাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুদীপ্তা চাম্বুগং, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রহিমা বেগম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেজিয়া আক্তার প্রীতি, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হোসনে আরা বেগম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অঞ্জলি সরেন, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুহেনা আলম, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ফাহমিদা বেগম সেবা, সহ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ ফারুক, কার্যকরী সদস্য রুমি রানী দাস, রোকেয়া বেগম, ইতি রাণী সিনহা, সুমি চিচাম, সালমা খাতুন।

কমিটিতে সিনিয়র উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে হাসপাতালের উপ সেবা তত্ত্বাবধায়ক নিহারী রানী দাস, নার্সিং সুপারভাইজার কুলসুমা বেগম ও নার্সিং কর্মকর্তা নূরজাহান নূরী।