সিলেট ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: কোভিড-১৯ পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না ব্রাজিল। মৃত্যুর সংখ্যায় কিছুটা লাগাম দিতে পারলেও আক্রান্ত হু হু করে বাড়ছে। গত সপ্তাহে আড়াই লাখেরও বেশি সংক্রমণ ধরা পড়েছে লাতিন আমেরিকার দেশটিতে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রোববার পর্যন্ত সাত দিনে দেশটিতে ২ লাখ ৫৯ হাজার ১০৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এ ছাড়া মৃত্যুর সংখ্যার দিক থেকেও দ্বিতীয় সর্বোচ্চ সপ্তাহ পার করেছে দেশটি। গত সাত দিনে মারা গেছে ৭ হাজার ৫ জন। এর আগের সপ্তাহে তা ছিল ৭ হাজার ২৮৫ জন।
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান।
করোনায় আক্রান্ত ও প্রাণহানির সবশেষ হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৬৫৮ জন।
এদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের ব্যর্থতার অভিযোগে বিভিন্ন শহরে রাস্তায় নেমে এসেছেন মানুষ।
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ভূমিকার সমালোচনা করে বিক্ষোভ হচ্ছে বেশ কয়েকটি শহরে।
শুরু থেকেই করোনাকে সামান্য ফ্লু হিসেবে দেখে এসেছেন কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট বোলসোনারো। এ ছাড়া একাধিকবার লকডাউনবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দিয়ে সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভাঙেন নিজেও। লকডাউন নিয়ে মতবিরোধ দেখা দিলে দুজন স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেন বোলসোনারো। এখনও স্থায়ী অর্থমন্ত্রী পায়নি ফুটবলের জন্য বিখ্যাত দেশটি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি