চীনের পরীক্ষাগার থেকে নয়, সম্ভবত বাদুড় থেকেই ছড়ায় করোনা: ডব্লিউএইচও

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২১

চীনের পরীক্ষাগার থেকে নয়, সম্ভবত বাদুড় থেকেই ছড়ায় করোনা: ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ার পরে অনেক দেশ অভিযোগ করেছিল, চীনের গবেষণাগার থেকে এ ভাইরাস ছড়িয়েছে। কিন্তু সেই অভিযোগ সত্য নয় বলে জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, এই ভাইরাস খুব সম্ভবত বাদুড়ের শরীর থেকে প্রাণীদের মাধ্যমে মানুষের শরীরে ছড়িয়েছে।

সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ‌তাদের হাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রাথমিক রিপোর্ট এসেছে। সম্প্রতি চীনে গিয়ে একটি গবেষণা চালায় ডব্লিউএইচও। এ গবেষণায় চীনা সরকারও যুক্ত ছিল। সেই গবেষণার রিপোর্ট অবশ্য এখনও প্রকাশিত হয়নি। কিন্তু প্রাথমিক যে রিপোর্ট হাতে এসেছে তাতে বলা হয়েছে, চীনের ল্যাবরেটরি থেকে কোনোভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি। তার বদলে দেখে মনে হচ্ছে, বাদুড়ের শরীর থেকে প্রাণীদের মাধ্যমেই মানুষের শরীরে ছড়িয়েছে এই ভাইরাস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই এই রিপোর্ট প্রকাশ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ