সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২১
অনলাইন ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। গত ২৭ মার্চ কোভিড পজিটিভ এসেছিল তাঁর। ২৮ তারিখে আবারও কোভিড পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। সেটির রেজাল্ট এসেছে গতকাল। ফলাফলও নেগেটিভ এসেছে।
সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় ফেসবুক পেজে ভিডিও বার্তায় আশরাফুল জানান, ‘আলহামদুলিল্লাহ, আজকে একটু আগে জানতে পারি আমার করোনা নেগেটিভ এসেছে। ২৭ তারিখ পরীক্ষা করেছিলাম পজিটিভ আসে। ২৮ তারিখ আবার করেছিলাম, ভেবেছিলাম কাল রাতেই তারা রেজাল্টটা দেবে। কিন্তু সেটা আজ দুপুর সাড়ে ১২টার সময় দেয়। সেখানে আমি নেগেটিভ। কোভিডের ভ্যাকসিনটা দিয়েছিলাম ২১ এপ্রিল। এরপর একটা ম্যাচও খেললাম। ওয়েট করছিলাম এই লিগটার জন্য। পুরা সিজনটা ভালোমতো খেলার জন্য। আশা করি বাকি ম্যাচগুলো ভালো খেলতে পারব। সবাই দোয়া করবেন।’
উল্লেখ্য, জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের হয়ে খেলছেন আশরাফুল। জাতীয় লিগে খেলার জন্যই তার করোনা পরীক্ষা করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি