সিলেটে হ্যাকারদের কবলে মিনহাজুর রহমান রাহী

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

সিলেটে হ্যাকারদের কবলে মিনহাজুর রহমান রাহী
ডেস্ক রিপোর্ট
সিলেট নগরীর নয়াসড়কস্থ আল-হেলাল/ ১৬-এর সেনাজুর রহমানের পুত্র মিনহাজুর রহমান রাহী নিজ নামে একটি ফেইসবুক আইডি পরিচালনা করছিলেন,যার আইডি-Minhazur Rahman Rahi Url;https// w.w.w.facebook.com/mihazurrahman4,।
গত ২৮ জুন ২০২০ তারিখে কোন কুচক্রি ব্যক্তি ও মহল তার উল্লেখিত আইডি হ্যাক করে নেয়। এর পর থেকে ওই হ্যাকার ব্যক্তি ও মহল তার এই ফেইসবুক আইডি ব্যবহার করে নানা আজেবাজে ও আপত্তিকর পোস্ট দিয়ে চলেছে। এমনকি এই আইডি ব্যবহার করে রাহীর স্বজনদের বিরুদ্ধেও রকমফের অপপ্রচার চালাচ্ছে। আইডির এহেন হ্যাক ও অপব্যবহার রোধে ব্যর্থ হয়ে মিনহাজুর রহমান রাহী ২৯জুন ২০২০ ইংরেজী তারিখে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (নং-১৫৮২) করেছেন। সাধারণ ডায়েরীতে তিনি হ্যাকারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।