কোয়ারেন্টিন ভাঙ্গার দায়ে দুই প্রবাসীকে জেলে প্রেরণ

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২১

কোয়ারেন্টিন ভাঙ্গার দায়ে দুই প্রবাসীকে জেলে প্রেরণ

 

অনলাইন ডেস্ক

সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নীতি ভাঙ্গার কারণে ২ যুক্তরাজ্য প্রবাসীকে ৭ দিনের জেল ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) রাতে তাদের এ জেল জরিমানা করা হয়।
হোটেল স্টার প্যাসিফিক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীরা হোটেলে ফেরার পর জানিয়েছেন চুল কাটতে তারা বের হয়েছিলেন।

হোটেল ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ মার্চ তারা যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। তারা দু’জন হলেন আব্দুন নূর ও রউফ আলম হোসেন। এসময় সরকারের নির্দেশনা মোতাবেক তাদের হোটেল স্টার প্যাসিফিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা হোটেল থেকে বের হয়ে যান।

এসময় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা হোটেলে ফেরার পর কোয়ারেন্টিন নীতি ভাঙ্গায় তাদেরকে ৭ দিনের জেল ও ১০ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মেজবাহ উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে মো. মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তারা ২ জন হোটেল থেকে বের হয়ে যান। পরে সন্ধ্যায় ফিরে এলে তাদের ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা ও ৭ দিন করে জেল প্রদান করা হয়।’