টুকেরবাজারে বন্ধুকে হত্যাকারী ঘাতক বন্ধু ফাহিম গ্রেপ্তার

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

টুকেরবাজারে বন্ধুকে হত্যাকারী ঘাতক বন্ধু ফাহিম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :: সিলেট শহরতলীর টুকেরবাজারে পবিত্র শবেবরাতের রাতে ফাহিম আহমদ (২৪) নামে এক কাতার প্রবাসী যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামী নিহতের বন্ধু ঘাতক ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল ২৮ জুন, রোববার রাত ১১টার দিকে বোরহান উদ্দিন মাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফাহিম আহমদ (২৫) হায়দরপুর গ্রামের বাসিন্দা। তারা একে অন্যের বন্ধু ছিল।

গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন- এসএমপির জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম। তিনি আজ সোমবার (২৯ জুন) বিকেলে  জানান- আসামী ফাহিম প্রবাসী ফাহিমকে হত্যার পর বোরহান উদ্দিন মাজারে আশ্রয় নেয়। মাজারে ভন্ড সেজে নিজেকে মাজারের ভক্ত ও খাদেম হিসেবে পরিচিত দেয়। এ খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তার স্বীকারোক্তিতে হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ। হায়দর পুর গ্রামে নিহত ফাহিমের বাড়ির পেছনের সাদ উদ্দিন ডাক্তারের বাড়িতে পরিত্যক্ত একটি ঘর থেকে ছুরি উদ্ধার করা হয় বলে জানান ওসি (তদন্ত) মো. শাহ আলম।

আজ সোমবার তাকে বিজ্ঞ আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।