জার্মান ডক্টরস্ এর অার্থিক সহায়তায় সিলেটে হিজড়া ও যৌণ সংখ্যালঘুর পাশে বন্ধু, আইসিডিডিআর,বি

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

জার্মান ডক্টরস্ এর অার্থিক সহায়তায় সিলেটে হিজড়া ও যৌণ সংখ্যালঘুর পাশে বন্ধু, আইসিডিডিআর,বি

 চলমান করোনা মহামারীর মধ্যে সিলেট জেলায় হিজড়া ও যৌন সংখ্যালঘু জনগোষ্ঠীর ১২৫ জন সদস্যেক খাদ্য সহায়তা প্রদান করেছে বন্ধু সোশ্যাল ওয়েলফার সোসাইটি- বন্ধু। জার্মান ডক্টরস নামের দাতা সংস্থা আর্থিক সহায়তায়, আসিডিডিআর,বি সার্বিক ব্যবস্থাপনায় আজ রবিবার সকাল থেকে সিলেটে খাবার বিতরণ কর্যক্রম শুরু হয়। খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন আইসিডিডিআর,বি মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার মোঃ হাফিজুল ইসলাম, ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সিলেট শাখা ডিআইসি ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস ইউ কে এর প্রধান রিপোর্টার এম মঈন উদ্দিন। বিতরণে খাদ্য সহায়তা হিসাবে প্রত্যেকে ১২ কেজি চাল, ৪ কেজি আলু, ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি লবন ও ২ কেজি পিঁয়াজ প্রদান করা হয়। সাথে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসাবে ২ টি সাবান ও ২ টি কাপড়ের মাস্ক প্রদান করা হয়। হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আমাদের সমাজে বরাবরই অবহেলিত ও বঞ্চিত। এই চলমান করোনা মহামারীতে তাদের অনেকেই কর্মহীন হয়ে পরেছে এবং প্রচলিত পেশাও চালাতে পারছে না। এ পরিস্থিতিতে দিন শেষে তাদের খাবার সংস্থান করাই কঠিন হয়ে পড়েছে। বন্ধু এবং আসিডিডিআর,বি ভবিষ্যতে এই কার্যক্রম অব্যহত রাখার চেষ্টা করবে। সিলেট বিভাগের প্রতিটি জেলা ছাড়াও দেশের আরও তিনটি বিভাগ ঢাকা, চট্টগ্রাম, ময়মুনসিংহ এ ২৩৯০ জন সদস্যকে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। আইসিডিডিআর,বি ও বন্ধু বর্তমানে দেশের বিভিন্ন জেলায় এইচআইভি প্রতিরধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

https://www.facebook.com/sylnewsbd2017/videos/273164233749365/?v=273164233749365

এ সংক্রান্ত আরও সংবাদ