পশ্চিমবাংলায় পরিবর্তন চায় মানুষ : নরেন্দ্র মোদি

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১

পশ্চিমবাংলায় পরিবর্তন চায় মানুষ : নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক

পশ্চিমবাংলায় পরিবর্তন চায় মানুষ বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দিদি বাংলার যুব সমাজের সঙ্গে আপনাকে অন্যায় করতে দেবো না। দিদির মাথা খারাপ হয়ে গেছে। তার প্রমাণই হল তার দশ বছরের রিপোর্ট কার্ড।

আজ শনিবার তারকেশ্বরে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি এমন মন্তব্য করেন। নরেন্দ্র মোদি বলেন, দিদি নির্বাচন খেলা নয়। গণতন্ত্র খেলা নয়। গণতন্ত্র হলো মানুষের সেবার পথ। গণতন্ত্র হলো মানুষের উন্নতির পথ। আপনি এগুলো সব ভুলে গেছেন। সেজন্যই বাংলার মানুষের সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন।
২ মে নির্বাচনের ফল প্রকাশের দিন কী হতে চলেছে, তার নিদর্শন আমরা দু’দিন আগে নন্দীগ্রামে দেখেছি। আমি জানি প্রত্যেক দফার নির্বাচনের সঙ্গে সঙ্গে দিদির অস্থিরতা বাড়তে থাকবে বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন। সূত্র : পার্সটুডে।