জার্মানীতে আইনশাস্ত্রে বাংলাদেশী বংশোদ্ভূত সিলেটি মেয়ে রুবায়া ফাহমিন হক’র সফলতা

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

জার্মানীতে আইনশাস্ত্রে বাংলাদেশী বংশোদ্ভূত সিলেটি মেয়ে রুবায়া ফাহমিন হক’র সফলতা

অনলাইন ডেস্ক :;

জার্মানীতে বাংলাদেশী বংশোদ্ভূত সিলেটের কৃতি সন্তান রুবায়া ফাহমিন হক সফলতা অর্জন করেছে।
সে ফ্রাঙ্কফুর্টে বসবাসকারী রফিকুর রহমান ও বেগম ফয়জুন্নেছা রহমান এর একমাত্র মেয়ে।
রুবায়া ফ্রাঙ্কফ্রুট শহরেই স্থায়ী ভাবে বসবাস ও লেখাপড়া করে আসছিল। ছোট বেলা থেকেই সে লেখাপড়ায় খুবই মেধাবী ও মনোযোগী ছিলো।
মেধাবীর সুবাদে নামী দামী স্কুলে লেখাপড়ার পাশাপাশি সে জার্মানী ফ্রাঙ্কফ্রুটের বিখ্যাত গোয়েথে ইউনিভার্সিটিতে আইন শাস্ত্রে লেখাপড়ার সুযোগ পায়। প্রতিটি সেমিস্টারের সফলতার সহিত উত্তীর্ণ হয়ে গত দুমাস পূর্বে চূড়ান্ত পরিক্ষায় অংশ গ্রহণ করে। কোভিড১৯ এর কারনে সেই পরিক্ষার ফলাফল বের হতে দেরী হয়।
গত সপ্তাহে চূড়ান্ত পরিক্ষার ফলাফলে একমাত্র বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে সবাইকে তাক লাগিয়ে Fully Qualified Lawyer হিসেবে সফলতার সহিত উত্তীর্ণ হয় রুবায়া ফাহমিন হক।
সে ভবিষ্যতে বিচার বিভাগে কাজ করতে চায়। তাঁর এই সফলতায় প্রথম বাংলাদেশী হিসেবে কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে।
সে সীল্যান্ড সুপার মার্কেটর স্বত্বাধিকারী, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি,জার্মান ইসলামিক সেন্টারের প্রতিষ্টাতাকালীন সাধারন সম্পাদক জয়নাল হকের ছেলে, পরব জয়নাল হক PhD( মলিকুলার বায়োকেমিষ্ট্রি )এর সাথে গত দু বছর পূর্বে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাঁর স্বপ্ন বাস্তবে রূপ দিতে সকলের নিকট দোয়া চেয়েছেন । বাংলাদেশী এবং বাংলা ভাষাভাষী সবার ঘরে এমন সফলতার আনন্দ নিয়মিত বয়ে যাক এমনটিই কামনা করেছেন তাঁর শ্বশুর বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল হক।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ