হাতিয়ায় নৌকাডুবি: যুবকের লাশ উদ্ধার, নিখোঁজ ১

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

হাতিয়ায় নৌকাডুবি: যুবকের লাশ উদ্ধার, নিখোঁজ ১

অনলাইন ডেস্ক :;

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ এলাকায় একটি মাছধরা নৌকাডুবির ঘটনায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ১১ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন একজন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার আমতলী বাজারসংলগ্ন মেঘনা নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম বেচু মিয়া (২৩), তিনি জাহাজমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোলাম মাওলার ছেলে। নিখোঁজ জেলে মো. সোহাগ (১৩), জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের মো. আবদুর জাবেরের ছেলে।

এর আগে মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার নিঝুম দ্বীপের ১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ক্যানকার চরসংলগ্ন মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌপুলিশ।

হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গভীর রাতে ১৩ জন জেলেসহ মাছধরার ফিশিং নৌকাটি জোয়ারের পানির আঘাতে ডুবে যায়। এ সময় নৌকায় জেলেরা ঘুমিয়ে ছিলেন। এদের মধ্যে এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ