সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০
অনলাইন ডেস্ক :;
করোনা পরিস্তিতিতে জারি করা বিধিনিষেধ অমান্য করে হাজার মার্কিন দর্শনার্থী এখনও প্রতি সপ্তাহে কানাডার সীমানা অতিক্রম করছে।
কানাডার স্থানীয় গণমাধ্যম ন্যাশনাল পোস্ট জানিয়েছে, সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে চলতি মাসের এক সপ্তাহের মধ্যে ২ লাখ ১ হাজার ৮৬৬ জন যুক্তরাষ্ট্র থেকে সীমান্ত অতিক্রম করে কানাডায় প্রবেশ করেছেন।
এ নিয়ে কানাডার বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়ার পর গত ১৬ মার্চ থেকে কানাডা বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।
করোনার বিস্তার রোধে এবং মহামারীতে কানাডার স্বাস্থ্য ব্যবস্থায় দর্শনার্থীরা বাড়তি চাপ সৃষ্টি করতে পাড়ে এমন আশঙ্কায় এ পদক্ষেপ নেয় দেশটির সরকার।
কানাডা-আমেরিকা সীমান্তের জন্য সে সময় একটি পাস দেয়া হয়েছিল। উভয় দেশের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে ২১ মার্চ থেকে অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ করে দেয়া হয়।
আগামী ২১ জুলাই পর্যন্ত সীমান্তে বিধিনিষেধ থাকলেও তা বাড়ানো হতে পারে। এ মাসের শুরুতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা করেছিলেন, কানাডিয়ানদের সঙ্গে নন-কানাডিয়ানদের পারিবারিক পুনর্মিলন আরও সহজ হবে।
অন্যদিকে কানাডায় স্বাস্থ্য বিধিনিষেধ মেনেই অফিস-আদালতে কার্যক্রম চলছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা-বাণিজ্য চলছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৯১৮ জন।
এ পর্যন্ত দেশটিতে মারা গেছে ৮ হাজার ৫৬৬ জন, আর সুস্থ হয়ে উঠেছেন ৬৭ হাজার ১৭৮ জন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি