সুনামগঞ্জে কমতে শুরু করেছে সুরমার পানি

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

সুনামগঞ্জে কমতে শুরু করেছে সুরমার পানি

সুনামগ‌ঞ্জ প্রতিনিধি : বৃ‌ষ্টি ও পা‌হা‌ড়ি ঢল কমে যাওয়ায় দ্রুত কমতে শুরু করেছে সুনামগ‌ঞ্জের সুরমা নদীর পা‌নি।

মঙ্গলবার (৩০ জুন) সুনামগ‌ঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পা‌নি বিপৎসীমার ১৫ সেন্টি‌মিটার উপর দিয়ে প্রবা‌হিত হচ্ছে। সোমবার (২৯ জন) যা ছিল ৩৩ সেন্টি‌মিটার। তার আগে রোববার (২৮ জুন) ছিল ৭০ সেন্টি‌মিটার।

নদীর পা‌নি কমে যাওয়ায় স‌ুনামগঞ্জ শহরের অধিকাংশ জায়গা থেকে বন্যার পা‌নি নেমে গেছে। ফলে বি‌ভিন্ন সড়‌কে যান চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে। তবে শহরটির হা‌জিপাড়া এলাকায় কিছু জলাবদ্ধ আছে।

এদিকে জেলা শহ‌রটির স‌ঙ্গে বিশ্বম্ভরপুর উপ‌জেলার সড়ক যোগা‌যোগ স্বাভা‌বিক হ‌লেও তা‌হিরপুর উপ‌জেলার স‌ঙ্গে এখনও সড়ক যোগা‌যোগ বন্ধ র‌য়ে‌ছে।

পাউবো সুনামগ‌ঞ্জের নির্বাহী প্রকৌশলী সহিবুর রহমান বলেন, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কমে যাওয়ায় সুরমার পানি দ্রুত কমতে শুরু করেছে। আজকের মধ্যে পানি বিপৎসীমার নিচে নেমে যাবে বলে আশা রাখছি।