এবার সিলেটের করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সিলিন্ডার দিচ্ছে সদর থানা এসোসিয়েশন

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

এবার সিলেটের করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সিলিন্ডার দিচ্ছে সদর থানা এসোসিয়েশন

অনলাইন ডেস্কঃ ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে “মানুষ মানুষের জন্য”—-এ শ্লোগান কে সামনে রেখে সিলেট সদর থানা এসোসিয়েশন এর ধারাবাহিক কার্যক্রম এর এই পর্যায়ে
সিলেট সদরে প্রবাসীদের তৈরি করোনা আইসোলেসন সেন্টারে অতি মূল্যবান অক্সিজেনসহ সিলিন্ডার কেনার টাকা সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকার পক্ষ থেকে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা (ইনক) এর সাবেক ট্রাস্টি ও উপদেষ্টা ডাক্তার জিয়াউদদিন কে প্রদান করা হয়।এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানীত সাধারণ সম্পাদক ডিএম রনেল ,সহ-সভাপতি মুকুল হক ,সহ -সাধারন সম্পাদক ,এ.ওদুদ সাংগঠনিক সম্পাদক টিটু আহমদ, প্রচার সম্পাদক রাজিব খান প্রমুখ ।এক বক্ত্যবে ডাক্তার জিয়া সিলেট সদর থানা এসোসিয়েশন এর কার্যকরি কমিটির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।তিনি জানান
অতি শিগ্রই অক্সিজেনসহ সিলিন্ডার কিনে আইসোলেসন সেন্টারে হস্তান্তর করা হবে ।

এ সংক্রান্ত আরও সংবাদ